শ্যামা পুজা শেষ হয়ে গেলেও খোলা হয়নি বাঁশের তোরণ। ফলে যেমন যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ তেমনি যানচলাচলে সমস্যা তৈরি হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন জলপাইগুড়ি শহরবাসী।
কালীপুজো ও ভাইফোঁটা শেষ হলেও জলপাইগুড়ি শহরে পুজোর তোরন খোলা হয়নি।অসুবিধার সমমুখীন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ।বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বিগ বাজাটের কালীপুজো কমিটি দাদা ভাই ক্লাবের বেশকয়েকটি লাইটের তোরন রাস্তায় দেখা গেছে।পুজো শেষ হলেও তোরনের বাঁশ এখনো খোলা হয়নি।বাসিন্দারা জানান ৪ নং ঘুমটি মসজিদ সংলগ্ন এলাকায় এই গেটগুলো না খোলায় যানজট সৃষ্টি হয়েছে।যাতায়াতের অসুবিধা হচ্ছে। বাঁশের তোরনগুলো দ্রুত খুলে ফেলার আশ্বাস দিয়েছেন উদ্দোক্তারা।