শেষ হতে চলেছে ভারতীয় রেলের ১৬০ বছরের ঐতিহ্য

করোনার এবার কোপের মুখে শতাব্দী প্রাচীন ডাক ব্যবস্থায়। রেলের বাড়তি খরচ কমাতে এবার রেলের তরফে নেওয়া হল আরও এক কঠোর সিদ্ধান্ত। দ্রুত অবলুপ্তির পথে মেসেঞ্জার পদ। ডাক মেসেঞ্জারদের মাধ্যমে বার্তা দেওয়া নেওয়ার পরিবর্তে যে কোনও যোগাযোগের জন্যে ভিডিয়ো কনফারেন্সিংয়ের সুবিধে ব্যবহার করতে। এর ফলে শুধু কর্মী সংখ্যা কমবে তাই নয়, পরিবহণ, স্টেশনারি, ফ্যাক্স ইত্যাদি বাবদ খরচও কমানো যাবে বলেই ধারণা রেল বোর্ডের।

রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ থাবা বসানোর পরই বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাভাবিক রেল পরিষেবা। বর্তমানে শুধু হাতে গোনা কয়েকটি বিশেষ ট্রেন চলছে। এমন অবস্থায় মে মাসেই রেলের আয় কমেছে প্রায় ৫৮ শতাংশ। ২৬ জুলাই রেল বোর্ডের তরফে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘এস্ট্যাবলিশ সংক্রান্ত খরচে রাশ টানতে এবং সেভিংস বাড়াতে এই পদক্ষেপ করছে রেল বোর্ড। রেলের সব আধিকারিক, পিইউ এবং রেলবোর্ডকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামীদিনে সব বৈঠক ও আলোচনা ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে করার জন্যে। এই মর্মে অবিলম্বে বন্ধ করা হোক সব ধরনের ডাক ব্যবস্থা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *