বাংলার সুরা প্রেমিদের জন্য বড়সড় সুখবর। ইতিমধ্যেই রাজ্যে মদের হোম ডেলিভারির কথা ভাবছে Amazon কর্তৃপক্ষ। মদ কেনার জন্য এখন লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। এক ক্লিকেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দের মদ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমাদের রাজ্যে থেকেই সর্বপ্রথম মদের হোম ডেলিভারি শুরু চলেছে Amazon কর্তৃপক্ষ। এদিকে কিছুদিন আগেই রাজ্যের পানীয় নিগামের তরফে জানানো হয়েছে Amazon যদি বাংলায় মদ বিক্রি করতে চাই, তাহলে রেজিস্ট্রেশন নিয়ে কোনও সমস্যা হবে না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বাংলায় মদের ‘হোম ডেলিভারি’ শুরু করে দেবে Amazon।
শুধুমাত্র Amazon ই নয়,এর আগেও Zomato, Swiggy’র মতো সংস্থাও দেশের কয়েকটি বড় শহরে মদের হোম ডেলিভারি দেওয়া শুরু করেছে। এদিকে জানা যাচ্ছে, দেশের আরেকটি জনপ্রিয় ই কমার্স সংস্থা ‘Big Basket’ বাংলায় মদের হোম ডেলিভারি দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে। Amazon এর মতো বড়ো সংস্থা মদের হোম ডেলিভারির পরিষেবা শুরু করার ফলে, উপকৃত হবেন সুরাপ্রেমিরা। এই করোনা পরিস্থিতিতে ভিড় করে দোকানে দাঁড়াতে হবে না তাদের।