শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ পেল নকশালবাড়ি স্টেশন। এদিন মঙ্গলবার এই স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। দীর্ঘদিন ধরে নকশালবাড়ি এবং পানিট্যাঙ্কি এলাকার মানুষেরা বালুরঘাটগামী ইন্টারসিটি ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসে। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী।
মূলত, নিউ জলপাইগুড়ি স্টেশনে যানজট ও ভিড় এড়াত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজও এদিন ঘোষণা করা হয়। এদিন সাংসদ রাজু বিস্ট বলেন, ‘এই উদ্যোগে আমায় সাহায্য করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এই দুটি স্টপেজ উদ্বোধন করার উদ্দেশ্য, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করা। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশনে রোজকার যানজট এড়ানো। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।’এই ট্রেন স্টপেজের ফলে এলাকার আরো আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদী নকশালবাড়িবাসী।