শিলিগুড়িতে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ব্লাড মোবাইল পরিষেবা। রক্ত সঙ্কট মেটাতে সমগ্র রাজ্যে প্রায় ১০ টি অত্যাধুনিক মানের রক্ত সংগ্রহ করবে মোবাইল ভ্যান। ফলে রাজ্যে সহ শিলিগুড়িতে রক্তের চাহিদা অনেকটাই মিটবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা।পশ্চিমবঙ্গের দশটি জেলায় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই পরিষেবা। আজ থেকে চালু হল শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই ব্লাড ভ্যানটি আনুষ্ঠানিক ভাবে সূচনা করলেন মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
জানা গেছে এই অত্যাধুনিক বাসটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থেকে সমগ্র দার্জিলিং জেলা ঘুরে ঘুরে রক্ত সংগ্রহ করবে। শীততাপনিয়ন্ত্রিত এই বাসে একসঙ্গে তিনজন রক্তদান করতে পারবে।রয়েছে বসার জায়গা। সুন্দর পরিকাঠামো বিশিষ্ট একটি স্বয়ংসম্পূর্ন রক্তদানের ব্যবস্থা রয়েছে এই বাসে।