একে করোনায় রক্ষে নেই , তার ওপর সঙ্গী ডেঙ্গি । প্রতিবছর ডেঙ্গি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শহর শিলিগুড়িকে । আর এরই মধ্যে ডেঙ্গি নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে শিলিগুড়ি পুরনিগম । এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস সোসাইটি শহরের প্রায় শতাধিক পরিবারকে মশারি তুলে দিল। এদিন এই মশারি প্ৰদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ।
জানা গিয়েছে গৌতম দেবের হাত দিয়ে শহরের প্রায় ১০১ টি পরিবারের হাতে মশারি দান করা হয় । সঙ্গে ডেঙ্গি নিয়ে এলাকার মানুষকে সচেতনও করে বলে সূত্রের খবর ।