শিলিগুড়িতে গৃহ সম্পর্ক অভিযান বিজেপি সাংসদের

তৃনমূলের দুয়ারে সরকারের পাল্টা হিসেবে গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি । নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে কয়েকমাস বাকি থাকলেও শিলিগুড়িতে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার পর্ব। এদিন শিলিগুড়িতে দলীয় কর্মীসভায় যোগ দিতে এসে গৃহ সম্পর্ক অভিযান করেন বিজেপি সাংসদ। শিলিগুড়ির দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুরনিগমের বাঘাযতীন কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মুখপাত্র । জানা গেছে কলোনীর বাসিন্দাদের কেন্দ্রীয় আবাস যোজনা , বিধবা ভাতা সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন ।পাশাপাশি ওই প্রকল্পে তাদের নাম তোলার বা আবেদনেরও অনুরোধ জানান।

এদিন গৃহ সম্পর্ক অভিযানে এসে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএম এবং তৃনমূলের বিরুদ্ধে কটাক্ষ করেন। সাংসদের অভিযোগ শিলিগুড়ি বাসী নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত । সিপিএম বোর্ড শিলিগুড়িতে বছরের পর বছর শাসন করেও সুষ্ঠু নাগরিক পরিষেবা পাননি। ওয়ার্ডের জলনিকাশি, ড্রেনের অবস্থা অত্যন্ত খারাপ। এদিকে অশোকবাবুর কোনো নজর নেই।অথচ তিনি শিলিগুড়ির বিধায়ক এবং পুরনিগমের মেয়র ছিলেন।

তৃনমূল সম্পর্কেও তাঁর অভিযোগএরাজ্যে উন্নয়ন হয়না, শুধু রাজনীতি হয়। রাজু বিস্টের অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলিকে নাম পরিবর্তন করে রাজ্য সরকার নিজের বলে চালাচ্ছে। বিজেপি সাংসদ রাজু বিস্ট পাহাড় নিয়েই মুখ খোলেন, তার দাবি বিমলের তৃণমূলে যাওয়াতে বিজেপির কোনো ক্ষতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *