লকডাউনের দিন শহরের রাস্তাঘাটে কড়া নজর রেখেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার এই লকডাউনের বেপরোয়া গাড়ি চালকের শিকার হলেন আকাশ হালদার নামক এক ট্রাফিক সার্জেন্ট। এদিন সকালে কাঁকুড়গাছির কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু থামার পরিবর্তে এই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িচালক। ঘটনায় গুরুতর আহত হন পুলিশ কর্মী। সূত্রের খবর, উল্টোডাঙার কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে চম্পট দেয় গাড়িটি। এরপর কাঁকুড়গাছিতে গাড়িটিকে আটকাতে নির্দেশ দেওয়া হয়। এদিকে গাড়ির নাম্বারের সূত্র ধরে ওই গাড়ির চালকের আসনে থাকা এক যুবক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। তাদের মধ্যে একজন বেহালা ডায়মন্ড সিটি কমপ্লেক্স কমপ্লেক্সের বাসিন্দা। আর একজনের বাড়িও এই এলাকার আশেপাশেই তাদের বিরুদ্ধে ২৭৯, ৩৩৩, ৩০৭ এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।