কলকাতা: রেশন গ্রাহকদের জন্য একনতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গে খাদ্য দফতর। রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর যুক্ত করার কথা আগেই বলা হয়েছিল। এবার রেশনকার্ডসংশ্লিষ্ট রেশন দোকানের ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে যাচাই করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের খাদ্য দফতর। রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখে পরিষেবায় স্বচ্ছতা আনতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।