রামমন্দিরের নকশা প্রকাশ করল সরকার

রামমন্দিরের নকশা প্রকাশ করল উত্তরপ্রদেশ সরকার। নয়ের দশকে রামমন্দিরের যে নকশা তৈরি হয়েছিল তার সঙ্গে এই নকশার কোনও মিল নেই। তার থেকে আড়ে বহরে অনেক বড় এই মন্দির। মোট ছ’টি ভাগে ভাগ করা হয়েছে রামমন্দিরকে।

রামমন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। মন্দিরের আয়তন হবে লম্বায় লম্বায় ৩৬০ ফুট এবং চওড়ায় ২৩৫ ফুট। মোট ২.৭৭ একর জায়গা জুড়ে তৈরি হবে মন্দির। মোট পাঁচটি গম্বুজ নিয়ে তৈরি হচ্ছে মন্দির। ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। যেখানে থাকবেন রামলালা বিরাজমান। তার ঠিক সামনেই থাকবে গুড় মন্ডপ। প্রবেশের সময় রামলালার দিকে মুখ করলে গুড় মণ্ডপের বাঁদিকে থাকবে কীর্তন  মণ্ডপ ও ডানদিকে থাকবে প্রার্থনা মণ্ডপ। গুড় মণ্ডপের সামনে থাকবে নৃত্য মণ্ডপ। মূল মন্দিরে যে মণ্ডপ দিয়ে প্রবেশ করতে হবে সেটাকে বলা হচ্ছে রঙ্গ মণ্ডপ। জয়পুরের গোলাপি পাথর দিয়ে নির্মাণ করা হবে রামমন্দির। তাতে খোদাই করে প্রাচীন হিন্দু সভ্যতাকে তুলে ধরবে।

বুধবার ঠিক বেলা ১২টায় রামমন্দির প্রাঙ্গনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই শুরু হয়ে যাবে ঐতিহাসিক ভূমিপূজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *