রাজ্য সরকার কোনওদিন বলেনি ফাইনাল সেমিস্টার হবে না: শিক্ষামন্ত্রী

কলকাতারাজ্য সরকার কোনওদিন বলেনি ফাইনাল সেমিস্টার হবে না, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসির সুপারিশ মেনে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে স্নাতকস্তরের ফাইনাল সেমিস্টার নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, চলতি বছরের মধ্যেই কলেজগুলোকে তাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আয়োজন করতে হবে। শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ বেঞ্চের মন্তব্য, “পরীক্ষা না নিয়ে সার্টিফিকেট দেওয়া যায় না। তাই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোনও রাজ্য পরীক্ষা নিতে অসমর্থ হলে, তারা ইউজিসি বলে নতুন দিনক্ষণ চূড়ান্ত করুক।”

সেই প্রেক্ষিতে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “আমাদের রাজ্য বলেছিল, তখনই পরীক্ষা নিতে পারবো যখন করোনা সঙ্কট একটু নিয়ন্ত্রণে আসবে।” তাঁর দাবি, “রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর সহ-উপাচার্য ও কলেজের অধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলছি। তার আগে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *