মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আরজি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে এই আরজি গ্রহণ করল কেন্দ্র।
আমফানের ক্ষতিপুরণ বাবদ রাজ্যকে সাহায্য কেন্দ্রের। মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই। বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা।