রাজগঞ্জে সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের নবম শ্রেণীর ছাত্রীর ধর্ষিতার বাড়িতে গেলেন স্থানীয় সাংসদ জয়ন্ত রায়। উল্লেখ্য কিছুদিন আগেই বালাবাড়ি এলাকার এক নবম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুন করে চার যুবক। পুলিশ তিন অভিযুক্তকে ধরলেও এক অভিযুক্ত অধরা।
জানা গিয়েছে ওই অভিযুক্ত সেলিমুদ্দিন । গ্রামবাসীদের অভিযোগ ওই অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা স্বামী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এই ঘটনায় রাজগঞ্জে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে কিছুদিন ধরেই।
এদিন ওই ধর্ষণ করে খুন হওয়া নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায়। তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন।এবং সেইসঙ্গে অভিযুক্ত চতুর্থ ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি তোলেন।সাংসদ।অন্যথায় জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলনে নামবে জেলা বিজেপি বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সাংসদ জয়ন্ত রায়।