হাইভোল্টেজ ফেব্রুয়ারি। বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। একই মাসে রাজ্যে নাড্ডা-মোদী-শাহ্। বঙ্গের মসনদ দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতেই বিশ্বাস রাখছে গেরুয়া শিবির।
রাজ্যের পাঁচপ্রান্ত থেকে পাঁচটি রথযাত্রা দিয়ে ভোটের প্রচার শুরু করতে চায় বিজেপি। তবে রথযাত্রার অনুমতি পেতে নবান্নের দ্বারস্থ হলেও অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আর তাই বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আজ এই মামলার শুনানি হতে পারে।