মোদির সফরের পর লাদাখে সেনা সংখ্যা বৃদ্ধি

চীনের সঙ্গে বিবদমান লাদাখ সীমান্তে আরো সেনা মোতায়েন করল ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ থেকে ফিরে আসার পরেই সেনা সংখ্যা বাড়ানো হলো।

শুধু ভারতই নয়, চীনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে। ভারতও সেনা বাড়িয়ে চলেছে। অতীতে কখনো লাদাখে একসঙ্গে এত সেনা মোতায়েন করেনি ভারত।

পূর্ব লাদাখে ভারতের সেনা সংখ্যা বেড়ে দাঁড়াল সব মিলিয়ে চার ডিভিশন। মে মাসের আগে এ সীমান্তে মাত্র এক ডিভিশন মোতায়েন ছিল। এক ডিভিশনে থাকে ১৫ হাজার থেকে ২০ হাজার সেনা। অর্থাত্‍,‌ চার ডিভিশন মিলিয়ে ভারতের প্রায় ৮০ হাজার সেনা মোতায়েন করা হলো পূর্ব লাদাখে।

লাদাখে নতুন মোতায়েনকৃত ডিভিশন এসেছে উত্তর প্রদেশ থেকে। শুধু সেনা সমাবেশ নয়, সেইসঙ্গে সমরাস্ত্র, যুদ্ধের সরঞ্জামও বাড়ছে।

এর আগে শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চীনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাবনে। তবে এ সময় মোদি চীনের নাম নেননি। ভারতীয় সেনাদের বীরত্বের প্রশংসাও করেছেন তিনি।

লাদাখে ভারতীয় সেনাদের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগ্রাসনের দিন শেষ। এখন প্রগতির যুগ। এগিয়ে যাওয়ার সময়। ইতিহাস সাক্ষী আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। যারা আগ্রাসনের নীতিতে চলছে, তারা শান্তির পক্ষে বিপদের কারণ।’ এই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *