সঙ্কট আবহে সামনে থেকে লড়াই করে মৃত করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। সহমর্মিতার প্রেক্ষিতে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গত ৫ মাসে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ এই সংক্রমণে মারা গিয়েছেন। এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন বলেছে, “এতদিন করোনা যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারি তরফে বহন করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুর প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন। ১৮ বছরের ওপরের প্রার্থীর বয়স হলেই মিলবে এই চাকরি।