মুখ্যমন্ত্রী মমতার মোদীকে ‘খুব জরুরি’ চিঠি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল অক্সিজেনের বরাদ্দ বাড়ানো ও বাংলায় উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ‘খুব জরুরি’ বলে। রাজ্যের কোভিড রোগীদের জন্য কমপক্ষে ৫৫০ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা লিখেছেন যে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যালে রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা বাড়ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব। যদিও কেন্দ্র বাংলার উৎপাদিত অক্সিজেন থেকেই অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে বাংলার বরাদ্দ না বাড়িয়ে । মমতার অভিযোগ, বাংলায় চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন তাও ১০ দিনে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অক্সিজেন ২৩০ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ২৬০ মেট্রিক টন। আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *