মুখ্যমন্ত্রীর সফরকালেই চাবাগানে বিক্ষোভ তৃণমূলের

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।আর তারমধ্যেই আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ার মাকরাপাড়া চাবাগানে শ্রমিক বিক্ষোভ শুরু করল তৃনমূল কংগ্রেসের মজদুর ইউনিয়ন। জানা গেছে বেতন সমস্যা নিয়ে এদিন চাবাগান ফ্যাক্টরির সামনে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে শামিল হয় শ্রমিকরা। দীর্ঘ কয়েক মাসের বকেয়া বেতনের ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। যে সমস্ত শ্রমিক কাজ থেকে অবসর নিয়েছে তারা গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পায়নি ,যার কারণে তাদের অবস্থা খুব শোচনীয়।

শ্রমিকদের আরও অভিযোগ যে, চা বাগানের জমিতে শূকরের খামার তৈরি করছে বাগান কর্তৃপক্ষ, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং ভবিষ্যতে এই খামার থেকে এনসেফালাইটিস ও ডেঙ্গুর মত রোগ ছড়াতে পারে এলাকায় । এই খামার তৈরি করতে বাইরে থেকে অতিরিক্ত পয়সা দিয়ে শ্রমিক নিয়ে আসছে বাগান কর্তৃপক্ষ। অথচ চা শ্রমিকদের বর্তমান মজুরি 176 টাকার বদলে মাত্র 140 টাকা করে দেওয়া হচ্ছিল এই বাগানে ,তাও বর্তমানে কয়েক মাস ধরে বন্ধ। তাদের দাবি অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *