কালো দিন গণতন্ত্রের পক্ষে। আগে কোনো নির্বাচনে যা হয়নি তাই হল। নাটকীয় মোড় দেখলো কলকাতা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। চব্বিশ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর প্রচারে। পঞ্চম দফার আগে আর প্রচারই করতে পারবেন না তিনি। উস্কানি মূলক মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তাই অবশেষে গান্ধীজির দেখানো পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের এই সিদ্ধান্তের পরই গান্ধীজির পাদদেশে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা থেকে ধরনায় বসতে চলেছেন তিনি। টুইট করে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই কথা।