মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি জানাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন। অভিযোগ, বাজারে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা করে রয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলুর জন্য স্কুলগুলোকে মাত্র ৩৫ টাকা করে দাম দেওয়া হচ্ছে।অবিলম্বে আলুর সঠিক দাম না দেওয়া হলে জোরদার আন্দোলনের হুমকি দেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের মিড ডে মিলের আলু সংক্রান্ত সমস্যা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা ।
শিক্ষকদের অভিযোগ, মিড ডে মিলের আলুর জন্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তার তুলনায় আলুর বাজার দর অনেক বেশি রয়েছে। তাই অবিলম্বে বাজার দর অনুযায়ী মিড ডে মিলের আলুর দাম নির্ধারিত করতে হবে বলে দাবি করেন তারা। পাশাপাশি পরিবহন খরচ দেওয়ার দাবিও তোলা হয়। বিষয়টি নিয়ে শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, আলুর সঠিক মূল্য দেওয়ার পাশাপাশি স্কুলগুলোকে ভালোভাবে স্যানিটাইজড করার দাবিও রয়েছে তাদের ।