বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনার ১২ ঘন্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কোন অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
উল্লেখ্য রবিবার রাতে প্রচারে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা মালদা থানার ঝন্টুমোড় এলাকায় কার্যালয়ে বসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।এমন সময় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রার্থী কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাত পর্যন্ত অস্ত্রোপচার করে তার গলা থেকে উদ্ধার হয় বুলেট।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। পুরাতন মালদার চেচুমোড় এলাকায় টায়ার জ্বালিয়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
যদিও এই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে দলের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।