মারুতি সুজুকি ভিটারা ব্রেজা কম্প্যাক্ট এসইউভি

ভারতের ১ নম্বর কম্প্যাক্ট এসইউভি মারুতি সুজুকি ভিটারা ব্রেজা মাত্র সাড়ে ৪ বছরে সাড়ে ৫ লক্ষ বিক্রয়সীমা ছুঁয়ে ফেলেছে। কোনও কম্প্যাক্ট এসিউভি’র পক্ষে এটি দ্রুততম সাফল্য। ২০১৬ সালে বাজারে আসা ভিটারা ব্রেজা দেশের কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। গ্রাহকদের রুচিসম্মত চাহিদার দিকে নজর রেখে এর ডিজাইন করা হয়েছে। 

চলতি বছরের অটো এক্সপোতে সম্পূর্ণ নতুন ভিটারা ব্রেজাকে নতুন রূপ দেওয়া হয়েছিল। এখন এই গাড়িতে রয়েছে পাওয়ারফুল ৪-সিলিন্ডার ১.৫ লিটার কে-সিরিজ বিএস৬ ইঞ্জিন। এবছরের গোড়ার দিকে চালু হওয়া সম্পূর্ণ নতুন ভিটারা ব্রেজা ইতিমধ্যে ৩২,০০০ ইউনিটেরও বেশি বিক্রয় হয়েছে, মাত্র ৬ মাসে। এটি বর্তমানে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের সর্বাধিক বিক্রিত গাড়ি, যা আগে ছিল ডিজেল চালিত। এসইউভি-র সঙ্গে ডিজেলের সম্পর্কের চলতি ধারণা ভেঙে দিয়েছে মারুতি সুজুকি ভিটারা ব্রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *