দীর্ঘদিন ধরে লক-ডাউনের জেরে কাজ হারা মানুষের হাতে এখন অর্থের প্রবল অভাব। ঠিক মতো জীবনযাপন করা কঠিন হয়ে উঠেছে। তাই আন-লক প্রকিয়া চালু হওয়াই সাধারন মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে গ্রামাঞ্চলে শুরু হচ্ছে একশো দিনের কাজ।
উল্লেখ্য আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমূলের কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন জানান, মানুষের হাতে কাজ তুলে দিয়ে অর্থের সংস্থান করতে একশো দিনের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি এক সাক্ষাতকারে বলেন, একশো দিনের কাজ দেওয়া হচ্ছে। যাতে মানুষের হাতে অর্থ আসে তারই ব্যবস্থা করা হচ্ছে।