মধ্যবিত্তের সাধ্যানুযায়ী দামের মধ্যে স্বপ্নের নিবাস

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে মধ্যবিত্তের পকেটদুরস্ত সরকারি আবাসন প্রকল্প। যাতে পাওয়া যাবে পছন্দের বাড়ি মাত্র ১০০ দিয়ে বুকিং করে। মাত্র একশো টাকা খরচ করে অনলাইনে বাড়ির জন্য আবেদন পাঠানো যাবে। যা ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বার্ষিক আয় তিন লাখ টাকার কম হলেই এই বাড়ি বুক করার অনুমতি পাওয়া যাবে। আগ্রহীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত বাড়ি কিনতে চাইলে লগ ইন করতে হবে http://pmaymis.gov.in/ ওয়েবসাইটে।

কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উত্তর প্রদেশের ১৯টি শহরে মোট ৩,৫১৬টি বাড়ির বুকিং ১ সেপ্টেম্বর থেকে চালু করেছে উত্তর প্রদেশে আবাস বিকাশ পরিষদ। একই সঙ্গে হরদোই, ফতেহপুর, কানপুর গ্রামীণ, কনৌজ, উন্নাও, বলরামপুর ও রায় বরেলি-সহ একাধিক অঞ্চলের প্রত্যেকটিতে আরও ৯৬টি করে বাড়ি নির্মাণ করেছে কেন্দ্র। রাজধানী লখনউতে তৈরি হয়েছে সর্বাধিক ৮১৬টি বাড়ি। এ ছাড়া গাজিয়াবাদে ৬২৪, মীরাটে ৪৮০, গোন্ডায় ৩৯৬টি বাড়ির বুকিং নেওয়া হবে। উত্তর প্রদেশে সব মিলিয়ে ৩,৫১৬টি বাড়ি বিক্রি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *