ভয়ংকর হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতি। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে এই দাবানল। এখনও পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে গ্রাস করেছে দাবানল। সাত দিনের তাপপ্রবাহের কারণে প্রবল তেতে ছিল ক্যালিফোর্নিয়ার একাংশ। এরই মধ্যে হয় ঝলকানি-সহ বজ্রপাতের তাণ্ডব।
স্যাকরামেন্টোর উত্তরে দাবানলের তীব্রতায় হওয়ায় বিস্ফোরণে বিপদের মুখে কয়েক হাজার বাড়িঘর। দুটি আলাদা অবস্থান থেকে মিলেছে তিনজনের দেহ, যার জেরে এ বছর ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। এই আগুন অবিশ্বাস্যরকম দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এটা ঐতিহাসিক, আগে কখনও এমন ঘটনা ঘটেনি।’