ভারতে করোনায় আক্রান্ত ৪৮ হাজার

২৬ রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩,৮৫,৫২২। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬৭,৮৮২। সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩২,০৬৩ জনের। আর এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮,৮৫,৫৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬,১৪৫ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৩.৯২ শতাংশ। আর মৃত্যুহার ২.৩১ শতাংশ।

ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। এখন মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬,৩৬৮। মৃত্যু হয়েছে ১৩,৩৮৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,০৭,১৯৪। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪৫,৭৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২,০৬,৭৩৭। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫২,২৭৩। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৯,৫৩১ জন। মৃত্যু হয়েছে ৩৮০৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,১৩,০৬৮ জন। দিল্লিতে এখন অ্যাকটিভ কেস ১২,৬৫৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *