ভারতের আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতু ‘নিওওয়াইস’

মে মাসেই ‘সোয়ান’ নামে এক ধূমকেতু দেখা দিয়ে গিয়েছিল পৃথিবীর আকাশে। বিজ্ঞানীরা যাকে বলেছিলেন ‘রাজহাঁস।’ এবার উত্তর গোলার্ধের আকাশজুড়ে রাজকীয় আলো ছড়িয়ে দেবে নিওওয়াইস। পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার।

আগুনে রূপ তার। স্বভাবে বরফের শীতলতা থাকলেও গতিবেগে দুরন্ত। তার আলোর ঝলক কয়েক কিলোমিটার অবধি বিস্তৃত। দুটো লেজও আছে। সেই গরবেই গরবিনী সে। মহাশূন্যে একা, বিচ্ছিন্ন, সঙ্গীহীন হয়ে ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছে দিনকয়েক আগেই। সূর্যকেই আপন ভেবে এতদিন তার চারপাশেই পাক খাচ্ছিল। এখন নজরে পড়েছে পৃথিবী। তারই মায়ায় একটু একটু করে এগিয়ে আসছে। যতই কাছে আসছে তার রূপের ছটায় ভরে উঠছে মহাকাশ। সে এক ধূমকেতু। পরিচয় সি/২০২০ এফ। নাম নিওওয়াইস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *