বড়দিনে বড়ো উপহার , কাল থেকে শুরু হচ্ছে টয়ট্রেনের জয়রাইড

অবশেষে দীর্ঘ নয়মাস পর খুলে যাচ্ছে টয়ট্রেন। বেশ কয়েকমাস আগে আনলক পর্যায়ে পর্যটকদের জন্য পাহাড় খুলে গেলেও টয়ট্রেনের চাকা ঘোরে নি। এতে পাহাড়ে আসা পর্যটকের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীদের মুখ ভার ছিল। অবশেষে বড়দিনে সুখবর মিলল উত্তরপূর্ব সীমান্ত রেলের আধিকারিকের বক্তব্যে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, আপাতত তিন জোড়া ট্রেন দিয়ে জয় রাইড পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন তিনি। আধিকারিক শুভানন চন্দ জানান, রাজ্য সরকারের কাছে পুজোর আগেই অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় রাজ্য সরকার অনুমতি দেয়নি।এবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। তাই ২৫ ডিসেম্বর থেকে সমস্ত করোনা বিধি মেনে জয় রাইড পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, একটি স্টিম ইঞ্জিন ও দুটি ডিজেল ইঞ্জিনের ট্রেন চালানো হবে। রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকের সংখ্যা যত বাড়বে ধীরে ধীরে তত টয় ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। টয় ট্রেন চলার খবরে খুশি পর্যটন ব্যবসায়ী ও পর্যটকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *