নয়াদিল্লি: সীমান্ত নিয়ে চিনের সঙ্গে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। এবার নয়াদিল্লিকে চিন্তায় ফেলে তিব্বতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে ইয়ারলাং জ্যাংবো নদীর (ব্রহ্মপুত্র নদ) উপরে বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা করেছে চিন। চিন নিজেদের অংশে বাঁধ নির্মাণ করলেও উদ্বেগ থাকছে ভারতের। কমে যাবে নদের জলস্তর ও গতি। বাঁধ নির্মাণ হলে উত্তর-পূর্ব ভারতে প্রবল জলাভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
১৪ তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এই বাঁধ নির্মাণ করা হবে বলে খবর। ২০২১ সাল থেকে শুরু হবে নির্মাণ কাজ। পাশাপাশি ব্রহ্মপুত্রের ওপর নির্মিত অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন এই বাঁধ নির্মাণ করা হচ্ছে চিনের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই।