হাওড়া: জন্মাষ্টমীর পুজোর দিন মা দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা৷ এই নিয়ম মেনেই করোনা আবহে বেলুড় মঠে শুরু হয়ে গেল ২০২০ সালের দূর্গা পূজার প্রস্তুতি৷ করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যে দ্বিতীবার ভক্ত সাধারণের জন্য বন্ধ আছে মঠের দরজা, তারই মধ্যে দূর্গা পূজার সূচনা হলেও ভক্তদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে মঠে দূর্গা পূজায় অংশগ্রহণের বিষয়টা নিয়ে৷
আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দূর্গার মূর্তি তৈরির কাজ৷
আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দূর্গার মূর্তি তৈরির কাজ৷ মঠের তরফে এখনই দুর্গা পূজা নিয়ে কোন নির্দেশিকা জারি করা না হলেও মঠ কর্তীপক্ষ আশায় আছেন প্রতিবছরের মতোই এই বছরও একই ভাবে পুজোর অনুষ্ঠান হবে তবে বেশ কিছু নিয়ম মেনেই ভক্তদের আসতে হবে৷ তবে এখুনি সেই বিষয় কোন বক্তব্য রাখতে নারাজ বেলুড় মঠ কর্তৃপক্ষ৷