উত্তরবঙ্গের যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে ব্যবসায়ী মহল। জানা গেছে শিলিগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা এদিন সাংবাদিক সম্মেলন করে তাদের পরিকল্পনার কথা জানান।উত্তরবঙ্গের যুবক-যুবতীদের জন্য চা বাগানের কাজে পারদর্শী করার উদ্দেশ্য টি ম্যানেজমেন্ট কোর্স চালু করছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হরেন্দ্র লোহিয়া বলেন,চলতি মাসের ১৫ই ফেব্রুয়ারি থেকে এই কোর্স সূচনা হবে।এই কোর্সটি তিন মাসের এবং সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ দিয়ে দিয়ে এই কোর্স শেখানো হবে।একই সাথে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে মূলত উত্তরবঙ্গে চা বাগান এলাকাতে এবং চা বাগান শিল্পকে বাঁচাতে তাছাড়া বেকার যুবক-যুবতীদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে।২০টি আসন রয়েছে এই কোর্সে।শুধু তাই নয় শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই কোর্সে যে সমস্ত যুবক যুবতীরা ভর্তি হবেন তাদেরকে কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হবে।