মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ নেপালের জলগ্রহণ এলাকা থেকে বিহারের তেরাই এলাকা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের মৃত্যু হল বিহারে৷ ৯ জন গুরুতর আহত হয়েছেন৷ বাঁকা জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের৷ এর পাশাপাশি বেলহরের চৌরা, শম্ভুগঞ্জের গদিমোহন, গিধোরা ও ভারতশিলা রয়েছে যেখানে এক এক জনের মৃত্যুর হয়েছে৷ জমুই জেলের ৩টি আলাদা পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে৷ সীমাঞ্চল, চম্পারণ ও মিথিলাঞ্চল জেলায় মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে৷ পাশাপাশি সমস্ত জেলার এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে৷