দূর্গাপূজার বিসর্জনের পর প্রতিমার কাঠামো সামগ্রী যেন ওদের কাছে হয়ে ওঠে রোজগারের অন্যতম উৎস। অল্পবয়সী একাংশ ছেলেরা দশমীর দিন থেকেই পুরাতন মালদার মহানন্দা নদী পারে পথ চেয়ে থাকে প্রতিমার কাঠামো জোগারের অপেক্ষায়। সেই কাঠামো সংগ্রহ করে কেউ সরস্বতী ও অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের কাছে দিয়ে আসেন । আবার কেউ সেই কাঠামো সংগ্রহ করে বিক্রি করার পর সাময়িক কিছু অর্থ উপার্জন করেন । এলাকার একাংশ কচিকাঁচারা সেই কাঠামো সংগ্রহ করার পর , কেউ বিক্রি করে। আবার কেউ সরস্বতী পূজার জন্য এখন থেকেই মজুত করে রাখে।
এরকমভাবেই বহু বছর ধরে এক অদ্ভুত এরকম কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ওই এলাকার দুঃস্থ কিছু অল্প বয়সীদের দল । করোণা আবহের কারণে এবারে অধিকাংশ পুজো কর্তারা ছোটখাটো ভাবেই দেবদেবীর মূর্তি তৈরি করেছিলেন । তাও তাদেরকে নদীতে নেমে এভাবে দেবদেবীর কাঠামো সংগ্রহ করতে হয় । যেসব দেব-দেবীর কাঠামো তারা উপার্জন এবং অন্য দেবদেবীর মূর্তি তৈরির ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকেন। এই কাঠামো সংগ্রহের ফলে নদীর দূষণ অনেকটাই কম হয় , এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।