আগামিকাল থেকেই কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা টিকার জন্য প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে টিকা পাঠানো হবে। এই প্রক্রিয়াকে ‘টিকা মৈত্রী’ নামও দিয়েছেন মোদী। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপহার হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের থেকে ২০ লাখ কোভিশিল্ডের ডোজ পাবে বাংলাদেশ। মালদ্বীপে বুধবার ১০০,০০০ ডোজ কোভিশিল্ড পাঠানো হচ্ছে।