বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? সেই জল্পনাই উস্কে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ তাঁর দাবি, দল চাইলে এবং মিঠুন নিজে রাজি থাকলে প্রচারের পাশাপাশি দলের হয়ে লড়ারও সম্ভাবনা রয়েছে মিঠুন চক্রবর্তীর । গত ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপি-তে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী৷ শিলিগুড়িতে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘যোগদানের আগে যখন মিঠুনদার সঙ্গে কথা হয়েছিল তখন উনি ভোটে লড়তে আগ্রহী ছিলেন না৷ কিন্তু দল যদি চায় এবং মিঠুনদা যদি রাজি থাকেন তাহলে তিনি প্রার্থী হতেই পারেন৷ এ বিষয়ে মিঠুনদার সঙ্গে কথা বলতে হবে৷কৈলাস বিজয়বর্গীয় আরও জানিয়েছেন, গোটা এপ্রিল মাসে কোনও শ্যুটিং রাখেননি মিঠুন৷ যাতে তিনি বিজেপি-র হয়ে প্রচার করতে পারেন৷ দল যেখানে পাঠাবে, সেখানেই প্রচারে যেতে মিঠুন রাজি বলেও দাবি করেছেন বিজেপি নেতা৷অতীতে তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়েছেন মিঠুন৷ কিন্তু সরাসরি ভোটের ময়দানে লড়াইয়ে নামেননি তিনি৷ মিঠুনকে নিজেদের শিবিরে টানার পর মোদি-শাহরা এবার সত্যি তাঁকে প্রার্থী করে চমক দেন কি না, এ দিন কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের পর সেই কৌতূহলই তুঙ্গে রাজনৈতিক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *