বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ককলকাতা পুলিশ

আজ বিজেপি ত্রিমুখী মিছিল মারফত অভিযান করবে নবান্ন। এই পরিস্থিতিতে কোনোও ভাবেই যাতে বিজেপির কর্মী সমর্থকরা নবান্নে পৌঁছতে না পারে সেই বিষয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের অনুমতি দেয়নি লালবাজার। এই মিছিলকে কেন্দ্র করে আজ শহরে তুমুদ উত্তেজনা ছড়াতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

বিজেপির প্রতিনিধি দল কলকাতা পুলিশের সদর দফতরে মিছিলের অনুমতির জন্য গেলে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না৷ বিজেপির নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল গোটা হাওড়া চত্বরকে। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গাড়ির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *