বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রামমন্দির স্থাপনের পাশাপাশি অযোধ্যায় নতুন করে মসজিদ গড়ার অনুমতি দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে। মসজিদটি গঠিত হবে ১৫ হাজার ফুট জায়গার উপর। এই মসজিদের আকৃতি-উচ্চতা সবই বাবরি মসজিদের সমানই হবে, জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অযোধ্যার ধন্নিপুর অঞ্চলে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে মসজিদ কম্পলেক্স। সেখানে মসজিদের পাশআপাশি থাকবে লাইব্রেরি, হাসপাতাল ও একটি কমিউনিটি কিচেন। মসজিদের নির্মাণকাজ দেখাশোনার জন্য একটি ১৫ সদস্যের ট্রাস্ট গঠন করা হয়েছে৷

এই মসজিদের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন এসএম আখতার৷ তাঁর কথায়, ‘আমি গোটা কমপ্লেক্সটারই নকশা তৈরি করব৷ মসজিদ তারই মধ্যে রয়েছে৷ তবে পুরোটাই কমপ্লেক্সের মধ্যে থাকবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা একটি হাসপাতালও গড়তে চাই। প্রখ্যাত ইতিহাসবিদ তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পুষ্পেষ পন্থকে নিয়োগ করা হয়েছে মসজিদ সাজানোর জন্য। তাঁর কথায় ইসলামে যে শান্তির কথা রয়েছে সেই বার্তা তুলে ধরুক এই মসজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *