বাড়িতেই ফ্রিজে রইল দেহ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চরম অমানবিক আচরণের অভিযোগ কলকাতা পুরসভা ও স্বাস্থ্যভবনের বিরুদ্ধে। আমর্হাস্ট স্ট্রিটে উপসর্গহীন করোনা রোগীর মৃত্যুর পরেও দেহ সংরক্ষণের জন্য সহযোগিতা করেনি পুরসভা ও স্বাস্থ্যভবন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নিয়েই বাড়িতেই ফ্রিজারের ব্যবস্থা করে ২ দিন ধরে দেহ সংরক্ষণ করল পরিবার। অমানবিক আচরণ করোনা সংক্রমণে উপসর্গহীন রোগীর মৃত্যু হয়েছিল আমর্হস্ট স্ট্রিট থানা এলাকায়। পরিবারের তরফে থানায় জানানো হয় প্রথমে। যতক্ষণ না করোনা রিপোর্ট আসছে ততক্ষণ দেহ সংরক্ষণের জন্য কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের কাছে সাহায্য চেয়েছিল পরিবার। কিন্তু পুরসভা স্বাস্থ্যদফতরের দায়িত্ব বলে দায় এড়িয়ে যায়। আবার স্বাস্থ্যদফত তেমন গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। বাড়িতেই দেহ সংরক্ষণ পুরসভা ও স্বাস্থ্য দফতরের এই দায় এড়ানো মনোভাব দেখার পর শেষে বাড়িতেই ফ্রিজারের ব্যবস্থা করে দেহ সংরক্ষণ করে পরিবারের লোকেরা। টানা ২ দিন দেহ সংরক্ষণ করে রাখা হয়। তারপরে রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *