বড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট – এর৷ স্বস্তি পেল কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত৷ কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালাকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করে যাবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ লালার বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা।
সেকারণেই লালাকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সপ্তাহ দুয়েক আগেই কয়লাকাণ্ডে জড়িত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ইডি৷ প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।