কোনও সেলেব নয় অথচ তাঁকে দেখতে ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ। হাইভোল্টেজ নন্দীগ্রামে (Nandigram) দাদা-দিদির ব্যাটেলের মধ্যে বিশেষ নজর কেড়েছিলেন CPIM-এর সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। প্রচারের আলোতে না থেকেও তিনি হয়ে উঠেছেন বামেদের তারকা মুখ। নন্দীগ্রামের লড়াই শেষে এবার বাকি ছয় দফার ভোটে সেই মীনাক্ষীকেই প্রচারে নামাচ্ছে আলিমুদ্দিন। শনিবার সকাল থেকে চারজন প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বামেদের ‘পোস্টার গার্ল’ মীনাক্ষীকে। আজান্তেই DYFI সভানেত্রী থেকে এই ‘পোস্টার গার্ল’-এর তকমা পেয়ে গিয়েছেন তিনি।
শনিবার সকালে মীনাক্ষীকে দেখা যায় হুগলির চণ্ডীতলায়। CPIM প্রর্থী মহম্মদ সেলিমের সমর্থনে রোড শো করেন তিনি। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র। রোড শো-এর পাশাপাশি সমর্থকদের উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বামেদের একাধিক সোশ্যাল মিডিয়া পেজেও। এরপর মীনাক্ষী পৌঁছে যান সিঙ্গুরে। সেখানে যুবনেতা SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামেন মীনাক্ষী। টুম্পা সোনার তালে তালে এগোয় মিছিল। এলাকার রতনপুর আলু মোড় থেকে আনন্দনগর গ্রাম ঘুরে মল্লিকপুর গ্রামে গিয়ে শেষ সিঙ্গুরের মিছিল।