বন্যায় বিপর্যস্ত আসাম।এ পর্যন্ত ২৯ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ২৫টিরও বেশি জেলা জলের নীচে।কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য ও জলের তলায়।মারা গিয়েছে দশাধিক গন্ডার, হরিণ, মহিষ ও অন্যান্য পশু।লক্ষ্ লক্ষ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে।তাদের বাড়িঘর ডুবে রয়েছে জলের তলায়।এ ব্যাপারে আজ আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করে রাজ্যের অবস্থা শুনেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।