বাড়ছে করোনার প্রকোপ। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।বাতিল হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে গেল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ দেওয়া হবে। বোর্ডের নীতি মেনে দশম শ্রেণির পড়ুয়াদের মার্কশিট তৈরি করা হবে।
বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ । আগামী ১ জুন আবারও পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যে পরীক্ষা ৪ মে থেকে শুরু হয়ে আগামী ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল।