২০২১-র ফেব্রুয়ারি মাসের মধ্যে ৫০ শতাংশ জনসংখ্যা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছে সরকারি কমিটি। এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭৫.৫ লাখ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে ভারত। আইসিএমআর কমিটির হিসেব অনুযায়ী ফেব্রুয়ারির পর কোভিড অনেকটা স্তিমিত হয়ে যাবে। কিন্তু মাস্ক, সামাজিক দূরত্বের বিকল্প নেই সেটাও জানিয়েছেন তাঁরা। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলীর সময় কোভিডের কামড় আরও বাড়তে পারে, এই বিষয়েও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।