প্রতি মিলিয়নে সংক্রমিত ৫৩৮ দেশে

হুয়ের পরিসংখ্যান তুলে মন্ত্রকের দাবি, দেশে প্রতি দশ লক্ষে অর্থাৎ এক মিলিয়নে সংক্রমিত ৫৩৮ জন। জানা গিয়েছে, মোট সংক্রমিত ৭ লক্ষ ৬৭ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪,৮৭৯ জন। মৃত ২০ হাজারের ওপরে। প্রতি ১০ লক্ষের বিচারে ভারতে সংক্রমণ কম অনেক কম। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

 স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা এদিন বিকেলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। তাই সক্রিয় সংক্রমণ, মোট সংক্রমণ আর মৃত্যুর হার বিচারে আমাদের জনসংখ্যার পরিসংখ্যান মাথায় রাখতে হবে। প্রায় ১৪০ কোটির দিন হলেও, আমরা ব্যাপক হারে সংক্রমণ প্রতিরোধে সক্ষম।

 প্রতি দশ লক্ষে আমাদের ৫৩৮ জন সংক্রমিত। পাশাপাশি অন্য দেশ বিচার করলে প্রতি দশ লক্ষে সংক্রমণ ১০-১৫ গুণ বেশী।” হুয়ের পরিসংখ্যান তুলে তাঁর দাবি, “মৃত্যুর নিরিখে দেশের হাল নিয়ন্ত্রণে। মোট জনসংখ্যার বিচারে দেশে মৃত্যুর হার ৮%। মোট মৃতের ৩৯%-এর বয়স ৬০-৭৪। ৭৪ বছরের উপরে যাঁদের বয়স, তাঁদের মধ্যে মৃত্যুর হার ১৪%। ১২ বছরের উপরে অর্থাৎ ১৫-৪৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১২%।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *