প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা

প্রতিপক্ষের কাছে হার না জেদ নিয়ে দেশের জন্য যুদ্ধ করা প্রতিভাবান ছেলেটি হেরে গেল জীবনযুদ্ধে । জীবনের চরম আর্থিক সঙ্কটে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল ক্যারাটে খেলোয়াড় পরিমল সিংহ। পরিমল ছোটবেলা থেকেই কথা বলতে পারত না, তবে নিজের এই প্রতিবন্ধকতাকে জয় করে দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্যারাটেতে অংশ নিয়েছিল।

২০১৯ সালে বাংলাদেশ থেকে গোজুরিও আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনা জয়লাভ করে। এমন সোনার ছেলেটি আত্মহত্যা করায় শোকে স্তব্ধ প্রতিবেশীরা। অভিযোগ পরিমল দেশের হয়ে খেললেও বেশকিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিল।

উত্তরের আরেক ক্যারাটে খেলোয়াড় কৈলাশ বর্মন আক্ষেপের সঙ্গে জানিয়েছেন-“
সঠিক সময়ে সঠিক একটা কর্মসংস্থান পেলে হয়তো তরতাজা একটি প্রাণ বেঁচে যেত । সরকারের কাছে প্রার্থনা উত্তরবঙ্গের ক্যারাটে খেলোয়াড়দের জন্য একটা সুব্যবস্থা করুন । যাতে উদীয়মান কৃতি সূর্যাস্তের আগেই হারিয়ে না যায় ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *