নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রীর প্রাক্তন কেন্দ্র ভবানীপুরে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সেই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছিলেন তিনি। এই ঘটনায় যুব তৃণমূল সম্পাদক ওয়াসিম আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আর তার পরেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২১-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের প্রার্থী। বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিজের এলাকা অর্থাৎ টালিগঞ্জে প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচারের মাঝেই বাবুল ভবানীপুর এলাকার একটি ধাবায় চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। গোটা ঘটনায় নেতৃত্ব দেন যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ওয়াসিম আহমেদ বলে অভিযোগ করেন বাবুল। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।