প্রকাশিত হল অযোধ্যার মসজিদের নকশা

ফের নবরূপে সেজে উঠছে ‘রাম জন্মভূমি’। আগামী ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অযোধ্যার প্রস্তাবিত মসজিদের। এমনটাই জানাল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। রাম মন্দিরের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ধান্নিপুরে মসজিদটি তৈরি হতে চলেছে। মসজিদের নির্মাণ স্থলে তোলা হবে জাতীয় পতাকাও। কিছুদিন আগেই সৌরশক্তিচালিত মসজিদের নকশা প্রকাশিত হয়। একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন এই মসজিদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *