চিনের সেনা প্রায় দুই কিলোমিটার পিছিয়ে গেছে বলে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে। পূর্ব লাদাখে হট স্প্রিং ও গোগরায় সেনা সরানোর কাজ সোমবার শুরু হয়েছে। এর আগে শনিবার থেকে ধীরে ধীরে ছাউনি গুটিয়ে নেয় চিন। কোর কম্যান্ডারদের বৈঠকে ঠিক হওয়া বোঝাপড়া অনুযায়ী, দুই পক্ষই ১-১.৫ কিলামিটার করে সেনা সরিয়ে নেবে উত্তেজনা কমানোর জন্য।
এই মুহূর্তে চার কিলোমিটার বাফার জোন তৈরী করা হয়েছে, যেখানে দুই দেশের কোনও বাহিনী নেই। প্রসঙ্গত, রবিবার অজিত ডোভাল ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে আলোচনার পর জট কাটে। কথা অনুযায়ী সেনা সরায় চিন।
সরে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভেরিফিকেশন হবে। তারপরেই পরের ধাপ নেবে দুই সেনা। ড্রোন ও স্যাটেলাইট ছবি দিয়ে আপাতত এই যাচাইয়ের কাজ চলছে। তবে প্যাংগং লেকে এখনও ফিঙ্গার ফোর থেকে সরছে না চিন। এপ্রিলেই ভারত ফিঙ্গার এইট অবধি প্যাট্রল করত। সেখানে এখন যাওয়ার উপায় নেই। একবার উত্তেজনা একটু কমলে প্যাংগংয়ে চিন সরবে, এটাই আশা করছে ভারত।