পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার

মে মাসে টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। মাথায় হাত আমজনতার। একদিকে রাজ্যে চলছে আংশিক লকডাউন তার ওপর ক্রমাগত পেট্রোপণ্যের মুলবৃদ্ধিতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিতে বাধ‍্য হচ্ছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির চালকরা। ইতিমধ্যে অনেক যাত্রীবাহী গাড়ি বন্ধ হয়ে গিয়েছে অনেকে চিন্তাভাবনা করছে বন্ধ করে দেওয়ার । বুধবার পেট্রোলের দাম ৯২ টাকা ৯২ পয়সা ও ডিজেলের দাম ৮৬ টাকা ১৭ পয়সা। এত দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পরেছেন পেট্রোল পাম্পের মালিকরা ও ।

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অটো, ম‍্যাজিক,সাফারি সহ যাত্রবাহী গাড়ির চালকরা জানান একেতে কোভিড পরিস্থিতিতে যাত্রী নেই তার উপর দিনপ্রতিদিন তেলের দাম বৃদ্ধি এমত অবস্থায় তেলের দাম উঠছে না। এরকম চলতে থাকলে আমাদের গাড়ি চালানো আর সম্ভবপর হবেনা।

এই বিষয়ে হাসিমারা এলাকার পেট্রোলপাম্প ম‍্যানেজার অলক মিত্র জানান যে বিগত এক সপ্তাহে মধ‍্যে তেলের বিক্রি ৫০% কমে গিয়েছে গাড়ি নেই মার্কেটে এমন চলতে থাকলে পাম্প বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *