পুলিশি হয়রানির বিরুদ্ধে পথে অটো চালকরা

অযথা পুলিশি হয়রানি এবং অসহযোগিতার বিরুদ্ধে পথে নামলেন অটো চালকরা।এদিন আলিপুরদুয়ারের শামুকতলা বাসটার্মিনাসের সামনে অটো আটকে রেখে প্রতিবাদে সামিল হয় তারা।সূত্রের খবর আলিপুরদুয়ারের শামুকতলা থানার পুলিশ গতকাল সারাদিন ধরে আলিপুরদুয়ার শামুকতলা রুটের 17 খানা অটোরিকশা সারাদিন আটকে রাখে শামুকতলা থানায় কোনরকম সিজার লিস্ট না দিয়ে। এবং রাত আটটার পরে সেই সমস্ত অটোচালক ও মালিকদের কাছে প্রথমে 5000 ও পরে অটো প্রতি 3000 টাকা করে দাবি করে। এমনটাই অভিযোগ করে আজ আলিপুরদুয়ারের মনোজিৎ নাগ বাস টার্মিনাসের সামনে ওই রুটের সমস্ত আটো ও ম্যাজিক গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন সমস্ত আটো চালক ও মালিকরা ।

তাদের আরো অভিযোগ শামুকতলা থানার পুলিশ তাদের হেনস্থা করেছে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। অটোচালক ও মালিকদের দাবি অবিলম্বে বিনা শর্তে আটক অটোগুলো কে ছাড়তে হবে এবং মাঝেমধ্যেই করা পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। তাদের বক্তব্য এমনিতেই লকডাউন এর কারণে তাদের ব্যবসা তলানীতে তারপর যদি পুলিশি হয়রানি হয় তবে আমরা কোথায় যাব। এ বিষয়ে শামুকতলা থানার ওসি বিরাজ মুখার্জি টেলিফোনে জানান গাড়িগুলো বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি তাই আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *